ভারত যেন মৃত্যুপুরী : করোনায় একদিনে মৃত্যু ১১৭৯

প্রকাশিত: 30/09/2020

নিউজ ডেস্ক:

ভারত যেন মৃত্যুপুরী : করোনায় একদিনে মৃত্যু ১১৭৯

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ১৭৯ জন। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত এ রোগে মারা গেছেন ৯৭ হাজার ৪৯৭ জন।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এছাড়াও একই সময়ে দেশটিতে ৮০ হাজার ৪৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬২ লাখ ২৫ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৪২৮ জন।

করোনা সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, কেরালা, বিহার, আসাম ও গুজরাট।

করোনায় আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৬ হাজার ১৮১ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৯ হাজার ৪৫৩ জন।

আরও পড়ুন

×