প্রতিযোগিতামূলক পরিক্ষায় ইংরেজিতে ভাল করতে Subject Verb Agreement সম্পর্কে জানা আবশ্যক

প্রতিযোগিতামূলক পরিক্ষায় ইংরেজিতে ভাল করতে Subject Verb Agreement সম্পর্কে জানা আবশ্যক

ইংরেজি ভাষায় সঠিক ভাবে লেখা ও কথোপকথনের জন্য এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরিক্ষায় ইংরেজিতে ভাল করতে Subject Verb Agreement সম্পর্কে যথাযথ ধারণা থাকা আবশ্যক। চলুন এই সম্পর্কে বিস্তারিত দেখি ও শেখার চেষ্টা করি।

THE RULES OF SUBJECT VERB AGREEMENT:

Subject Verb Agreement, English Grammar এর একটি খুবই গুরত্তপূর্ন বিষয়, বিশেষ করে নবম,দশম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের Right form of verb এর উপর সম্পুর্ন নম্বর পেতে এই নিয়ম গুলো বিশেষ ভাবে সহযোগীতা করবে,এমন কি ফ্রি-হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এই নিওমগুলো অত্যন্ত জরুরী। নিম্নে Subject  Verb Agreement এর নিয়ম সহ বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করা হল: 
Subject Verb Agreement : Subject এর number ও  person অনুসারে  verb -এর যে রূপ নির্ধারিত হয় যাকে subject Verb agreement বলে।

Rule-1: দুই বা ততোধিক Singular Subject ‘and’ দ্বারা যুক্ত হলে তাদের পরে ব্যবহৃত verb ও pronoun উভয়ই Plural number হয়। যেমন:-
(a) Alamin and Saiful are doing their work.
(b) Anowar and Sakib have finished their home work.
(c) Shathy, Roney and Fahmida are going to their native village.
(d) Habibur and Shathy are always happy.
(e) You, he and I are friends.
 
Rule-2: And দ্বারা যুক্ত Subject গুলো যদি একই ব্যক্তি বা বস্ত্তকে বুঝায় তাহলে তাদের পরবর্তী Verb ও Pronoun সর্বদাই Sigular হয়। যেমন:-
(a) The Headmaster and Secretary is present.
(b) The President and Secretary of our Club is a very learned man.
(c) Bread and butter is our favourite breakfast.
(d) Slow and steady wins the race.
 
Rule-3: And দ্বারা যুক্ত দুই বা দুইয়ের অধিক  Noun যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্ত্তকে বুঝায় তাহলে তাদের পরবর্তী Verb ও Pronoun সর্বদাই Plural Number হয়। এ ক্ষেত্রে প্রতিটি Noun-এর পূর্বে বসে। যেমনঃ-
(a) The Headmaster and The Secretary Were present in the meeting .
(b) The President and Secretary of our Club are  a very learned .
 
Rule-4: And দ্বারা যুক্ত Singular Subject যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে তবে Verb Sigular হয়। যেমন:-
(a) My name and address is given below.
(b) Bread and better is my favorite breakfast.
(c) Slow and steady wins the race.
 
Note: Time and tide বা Tow and tow বা three and three ইত্যদি এরূপ subject-এর ক্ষেত্রে উপরোক্ত নিয়মটি প্রযোজ্য নয়। যেমনঃ-
(a)Time and tide wait for none.(waits হবে না)
(b) Two and two make four.( makes হবে না)
(c) Three and three make six. (makes হবে না)
 
Rule-5: And দ্বারা যুক্ত একাধিক Sigular Subject-এর পূর্বে each, every বা no ব্যবহৃত হলে পরবর্তী Verb-টি Sigular হয়। যেমন:-
(a) Each girl and each boy has got prizes.
(b) Every boy, every girl and every child is/was welcomed.
(c) Every teacher and every student was present in the school.
(d) No teacher and no student is responsible for it.
(e) No farmer and no labourer goes to field in the rainy day.
 
Rule-6: And দ্বারা যুক্ত একাধিক Subject (Singular/plural)-এর ক্ষেত্রে And-এর পরে পূর্বে no বা not ব্যবহৃত হলে and এর পূর্বে Subject-এর Number ও Person অনুযায়ী Verb-টি বসে। যেমন:-
(a) Taju and not his girl has helped/ Loved me.
(b) They and not we will attend the meeting.
(c) You and not Jahidul are responsible for it.
 
Rule-7:  Adjective- এর কোন plural form নেই, তবে Adjective- এর পূর্বে the বসালে Adjective-টি plural common noun হয় এবং তার পরের verb টি plural হবে। যেমনঃ-
(a) The honest are respected.
(b) The rich are not always happy.
(c) The good are honorable.
(d) The brave are respected by all.
(e) The virtuous are always happy.
 
Rule-8:  কতিপয় Noun গুলো plural এবং পরে plural verb বসে। যেমনঃ-
Aborigines, Alms, Amends, Ashes, Assets, Auspices, Bellows, Bowels, Billiards, Environs, Jaws, Glasses, Mumps, Pants, Shears, Short, Scissors, Spectacles, Trousers ইত্যাদি।
(a) His spectacles are broken.
(b) The scissors are blunt.
 
Rule-9:  Any, Anyone, Anybody, Everyone, Everybody, Everything, No one, Nothing, Nobody, Someone, Somebody, Something, What, Whatever, Whichever, Whoever ইত্যাদি Subject হিসেবে ব্যবহৃত হলে এর পরবর্তী Verb টি Singular হয়। যেমনঃ-
(a) Everyone was present in the meeting.
(b) Nobody believes a liar.
(c) Someone is knocking at the door.
(d) Something is better than nothing.
(e) What is your name?
 
Rule-10: কোন Sentence-এর Subject হিসেবে person এর Noun ও pronoun ব্যবহৃত হলে প্রথম Second person পরে Third person ও শেষে first person বসে। এবং পরবর্তী verb টি plural number হয়। যেমনঃ-
(a) You, he and I are friends.
(b) You, Shathy and I are always happy.
(c) You, Tarak and I were present there.
 
তবে, দোষ স্বীকার প্রথমে 1st person, পরে 2nd person ও শেষে 3rd person বসে।
(d) I, you and are guilty.
(e) I, you and are responsible for it.
 
Rule-11: Accompanted by, as well as, along with, in addition to, with, together, with দ্বারা কোন Noun বা Pronoun যুক্ত হলে তার পরবর্তী Verb টি প্রথম Subject ও Number অনুযায়ী বসে। যেমনঃ-
(a) I accompanied by my friend have visited the trade fair.
(b) Momtahina as well as her friends has done well in the examination.
(c) I together with my neighbors was present in the meeting.
(d) Momtahina as well as her classmates has helped me.
(e) Some along with her sister was invited to the function.
 
Rule-12: যদি কোন Clause, Gerund, Phrase, Infinitive বা Verbal Noun কোন Sentence এর Subject হয় তখন Verb Singular হয়। যেমনঃ-
(a) What say is not clear to me. (clause)
(b) Walking is a good exercise. (Gerund)
(c) How to make a cup of tea is not know to my brother. (Phrase)
(d) To err is human. (Infinitive)
(e) The reading of history is interesting. (verbal noun)
 
Rule-13: যদি বিভিন্ন Person এর Subject দুইটির একটি বুঝাতে either —- or এবং দুইটির একটিও না বুঝাতে neither —– nor দিয়ে যুক্ত হয়। এক্ষেত্রে noun বা pronoun এর number ও person অনুযায়ী verb বসে। যেমনঃ-
(a) Either Akram or his friends have done it.
(b) Neither the chairman nor the members were present in the meeting.
(c) Either you or he has done this.
(d) Either Akram or his friend has done it.
(e) Neither my father nor I am to go there.
 
Rule-14: Mathmatics, Physics, Politics, News, Gallows, Small, Pox ইত্যাদি noun গুলো দেখতে plural হলেও এরা মূলত Singular এবং এদের পরে Singular Verb বসে। যেমনঃ-
(a) Mathematics is my favorite subject.
(b) Local politics is very dirty.
(c) Physics is very hard to understand.
 
Rule-15: Aristocracy, Cattle, Clergy, Folk, Gentry, People, Pleasantry, Poultry, Vermin, nobility ইত্যাদি noun গুলো দেখতে Singular হলেও এরা মূলত plural এবং এদের পরে plural verb বসে। যেমনঃ-
(a) The clergy are happy.
(b) Cattle were grazing in the field.
(c) The gently of the locality were present in the meeting.
(d) People are looking at the old woman.
 
Rule-16: বইয়ের নাম, দেশের নাম দেখতে plural হলেও এরা মূলত singular এবং এদের পরে singular verb বসে। যেমনঃ-
(a) The United States of America is a rich country.
(b) Gulliver’s travels is a famous book.
 
Rule-17: একই দৈর্ঘ্য, পরিমাণ, সময়, দূরত্ব, স্থান, দূরত্ব বুঝালে subject দেখতে plural হলেও verb singular হয়। যেমনঃ-
(a) Fifty miles is a long way.
(b) Ten maunds is heavy weight.
(c) Fifteen years is a long time.
(d) Forty thousand taka is a good amount of money.
 
Rule-18: কোন Sentence যদি Introductory “There” দ্বারা শুরম্ন হয় এবং তার পরে যদি Singular number থাকে তাহলে There এর পরে Singular verb বসে। আর plural number থাকলে There এর পরে Plural verb বসে। যেমনঃ-
(a) There is high school in our village.
(b) There are many schools in our areas.
(c) There is only one toilet in the house.
(d) There was a mosque in our village.
(e) There were a large number of people at the concert.
 
Rule-19: একাংশ যেমন: 1/3,1/4  ইত্যাদির ক্ষেত্রে noun ও verb উভয়ই singular হয়। যেমনঃ-
(a) One third of the mango was rotten.
(b) He has written only one fifty of the letter.
কিন্তু একাংশ ব্যতীত অন্যান্য ভগ্নাংশ যেমন: 2/3,3/4 ইত্যাদির ক্ষেত্রে noun ও verb উভয়ই plural হয়। যেমনঃ-
(a) Five sixes of the mangoes were divided among the boys.
(b) Two thirds of his answers were correct.
 
Rule-20: Each of, either of, neither of, One of, The use of, The quality of ইত্যাদির পরে plural noun ব্যবহৃত হওয়া সত্বেও তাদের পরে Singular verb বসে। যেমনঃ-
(a) Each of the pen writes well.
(b) Neither of my brother is married.
(b) One of the cousins has come to visit us.

আশা করছি প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত ভিজিটরস, পরিদর্শক এবং শুভাকাঙ্ক্ষীগন উপরোক্ত আলোচনা থেকে  Subject Verb Agreement সম্পর্কে যথাযথ ধারণা পেয়েছেন এবং নিয়মিত অধ্যায়নের মাধ্যমে উপরোক্ত নিয়মগুলো সঠিক ভাবে আয়ত্ত করতে পারবেন। আপনাদের নজরে আমার লেখা ও আলোচনায় যদি কোন প্রকার ভুল ও অসামঞ্জস্যপূর্ণ ক্রুটি ধরা পরে তাহলে দয়া করে কমেন্টের মাধ্যমে অথবা ইমেইল করে জানাবেন। যে কোন মতামত দিতে ইমেইল করুন এই ঠিকানায়ঃ [email protected] 
 

আরও পড়ুন

×