প্রকাশিত: 14/10/2020
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. ছামি (৫) ও শাম্মী আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামচন্দ্রখালী গ্রামের ফিরোজ আলমের পাঁচ বছরের ছেলে মো. ছামি ও একই ইউনিয়নের উদনাপাড়া গ্রামের শাহীন আলমের ছয় বছরের মেয়ে শাম্মী আক্তার চরপাড়া গ্রামে নানা জমির উদ্দিনের বাড়িতে বেড়াতে আসে। তারা সম্পর্কে খালাতো ভাইবোন।
বুধবার দুপুরে খালাতো দুই ভাইবোন খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুর থেকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।