মেয়ে আত্মহত্যা করার দুই ঘন্টা পর বাবা মারা যান

প্রকাশিত: 13/01/2021

ডে-নাইট নিউজ:

মেয়ে আত্মহত্যা করার দুই ঘন্টা পর বাবা মারা যান

কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহত্যার দুই ঘন্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। নিহতরা হলেন- মিরপুর পৌরসভার সুলতানপুর গ্রামের মোস্তফার মেয়ে শান্তনা (২০) এবং তার বাবা মৃত রওশন মণ্ডলের ছেলে মোস্তফা (৪০)।

মৃত শান্তনার চাচাতো ভাই মতিন জানিয়েছে, পারিবারিক বিষয় নিয়ে সকালে তার মার সাথে শান্তনার সাথে ঝগড়া হয়েছিল। এসব বিষয়ে অভিমান করে দুপুর বারোটার দিকে শান্তনা তার বাড়িতে গলায় ফাঁস দেয়।

পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কন্যার দুঃখ সহ্য করতে না পেরে হৃৎযন্ত্র বন্ধ হওয়ার দুই ঘন্টা পরে তার বাবা মোস্তফা একই হাসপাতালে মারা যান।

মতিন আরও জানান, শান্তনার স্বামীর সাথে বিচ্ছেদের পরে শান্তনা তার বাবার বাড়িতে ৪ বছরের ছেলেকে সাথে নিয়ে থাকতেন।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মেয়ে আত্মহত্যা করার পর তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। পরে তিনি সেখানেই মারা যান। আমরা ঘটনাটি তদন্ত করছি। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

×