প্রকাশিত: 26/12/2020
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।
জানা যায়, সম্প্রতি অসুস্থতা নিয়ে উন্নত চিচিৎসার জন্য ভারতে গিয়েছিলেন আবদুল কাদের। সেখানে তার ক্যান্সার ধরা পড়ে। এরপর গত ৮ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।
দেশে ফেরার পরই শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে করোনা টেস্ট করা হলে ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে।