প্রকাশিত: 22/11/2020
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে আগুনে একই পরিবারের তিন সদস্য পুড়ে গেছে। চিকিৎসাধীন অবস্থায় পিতা-কন্যা মারা যান। গৃহবধূর অবস্থাও আশঙ্কাজনক। শনিবার রাত ৮ টায় ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় সরদার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আগুনে পরিবারের ৩ সদস্য পুড়ে গেছে। বাড়ির আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে। দিপায়ণ সরকার ও তাঁর মেয়ে রানী সরকার চিকিত্সাধীন অবস্থায় রাতে মারা যান।
তিনি আরও বলেন, পপি সরকারের পরিস্থিতিও উদ্বেগজনক। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।