প্রকাশিত: 13/11/2020
রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের নিবাসী জনাব, মোঃ শফি প্রকাশ সাওদাগর, ১২ তারিখ দিবাগত রাত ১টা ১০ মিনিটের সময় হৃদয় রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যু কালে তার বয়স ছিল ৬২ বছর। সে তার ৫ ছেলে ও ৪ মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। বেলা ১১ টার সময় স্থানীয় থোয়াইংগাকাটা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় জানাজার নামাজে অংশগ্রহণ করেন, রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জনাব শামসুল আলম (মন্ডল), খুনিয়া পালং ইউ পি চেয়ারম্যান জনাব, আবদুল মাবুদ, খুনিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব, আব্দুল হক (কোম্পানি), এবং অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুহিব্বুল্লাহ, খুনিয়াপালং ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি জনাব হাজী সব্বির আহম্মদ, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার নসুরুল্লাহ (রায়হান) সহ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।
এ সময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও গভীর শোক প্রকাশ করেন।
জানাজার নামাজে ইমামতি করেন, মরহুমের ছোট ছেলে হাফেজ মোস্তফা কামাল।