প্রকাশিত: 21/01/2021
দেশের প্রথম নারী প্রকৌশলী খালেদা শাহারিয়ার কবির ডোরা মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাতে রাজধানী ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক শোকবার্তায় এ সত্যতা নিশ্চিত করেছেন রিটায়ার্ড ইঞ্জনিয়ার অ্যাসোসিয়েশন বিডব্লিউডিবি। শোকবার্তায় মরহুমার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানান।
১৯৬৮ সালে খালেদা শাহারিয়ার কবির ও শিরীন সুলতানা বাংলাদেশের প্রথম নারী হিসেবে পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইপুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক ডিগ্রি লাভ করেন। সংখ্যায় কম হওয়ার কারণে ওই সময় ইপুয়েটে মেয়েদের ভর্তি নেওয়া হতো না। পরে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে তার পুরকৌশল বিভাগে ভর্তি হন।
পরবর্তী সময়ে ১৯৭০ সালে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেয় খালেদা শাহারিয়ার কবির ডোরা ২০০৪ সালে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে অবসর নেন।