প্রকাশিত: 29/10/2020
ককসবাজার সদর উপজেলার ঈদগাও সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক, ককসবাজার রেষ্টুরেন্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. শফি আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৪ টা ১৫ মিনিটের দিকে সদর হাসপাতালের সিসিইউত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ঈদগাও দক্ষিণ মাইজ পাড়া এলাকার মৃত মোঃ ইসলাম সওদাগরের ২য় পুত্র, আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার মোহাম্মদ রশিদের ছোট ভাই এবং সাংবাদিক নুরুল আমিন হেলালির বড় ভাই। মৃত্যুকালে তিনি ২ছেলে ৩ মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঈদগাও থানা শাখার সভাপতি শেফাইল উদ্দিন, সহ সভাপতি এম.শফিউল আলম আজাদ সাধারণ সম্পাদক আবুহেনা সাগর, সহ সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরফাত, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, প্রচার ও দপ্তর সম্পাদক উসমান গনি ইলি, নির্বাহী সদস্য মোজাম্মেল হক, মফিজুল ইসলাম মফি, কাউছার উদ্দিন শরীফ, সাইমন সরওয়ার কায়েম।