প্রকাশিত: 19/10/2020
সিলেটে জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আজিজ আহমদ সেলিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
রবিবার রাতে সাড়ে ৮টার দিকে সিলেটের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গত ৮ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হন আজিজ আহমদ সেলিম।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিটিভি'র সিলেট প্রতিনিধি, স্থানীয় দৈনিক উত্তরপূর্ব'র প্রধান সম্পাদক ছিলেন। এছাড়াও ১৯৩০ সালে প্রতিষ্ঠিত সিলেটের প্রাচীণতম দৈনিক যুগভেরী পত্রিকার সম্পাদকেরও দায়িত্ব পালন করেন তিনি।
সিলেট জেলা প্রেসক্লাবের টানা দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন আজিজ আহমদ সেলিম। সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগনরিক কমিটি (সনাক) সিলেটেরও সভাপতির দায়িত্বে ছিলেন।