প্রকাশিত: 20/01/2021
২০ জানুয়ারি আজ শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে, তত্কালীন ছাত্রনেতা আমানউল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ আইয়ুব শাসনের পতনের দাবিতে আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে তৎকালীন পাকিস্তানি পুলিশ গুলি চালালে আসাদ শহীদ হন।
শহীদ আসাদ ১৯৪২ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ছাত্রনেতা আসাদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
আজ দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কর্মসূচি পালন করছেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আজ বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে শহিদ আসাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।