করোনায় গ্রামীণ ব্যাংকের ডিএমডির মৃত্যু

প্রকাশিত: 26/04/2021

নিজস্ব প্রতিবেদন :

করোনায় গ্রামীণ ব্যাংকের ডিএমডির মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জামাল উদ্দিন।

গত শুক্রবার রাত ২টার সময় নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

গ্রামীণ ব্যাংক থেকে এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ ৩৫ বছর গ্রামীণ ব্যাংকে কর্মরত থেকে গ্রামীণ পর্যায়ে মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখেছেন জামাল উদ্দিন। শনিবার সকাল ৮টায় গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন

×