ইয়াবা পরিবহনের অভিযোগে এমবিবিএস ডাক্তার গ্রেফতার

প্রকাশিত: 16/10/2020

অনলাইন ডেস্ক:

ইয়াবা পরিবহনের অভিযোগে এমবিবিএস ডাক্তার গ্রেফতার

ইয়াবা পরিবহনের অভিযোগে আরিফ মঈন উদ্দিন (৩০) নামে একজন এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকান্ডচট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে প্রাইভেট কার থামিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল। 

এ সময় তার সহযোগী জুলি আক্তার রূপাকেও (২৮) গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা। গতকাল বিকালে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব। 

জানা যায়, আরিফ মঈন উদ্দিন পেশায় একজন এমবিবিএস ডাক্তার। তিনি চট্টগ্রামের বেসরকারি মেডিকেল কলেজ ইউএসটিসি থেকে ২২তম ব্যাচে এমবিবিএস পাস করেন। বর্তমানে চট্টগ্রামের বেসরকারি রয়েল হাসপাতালে কর্মরত। ডাক্তারির পাশাপাশি তিনি নিয়মিত ইয়াবা সেবন করতেন এবং এক পর্যায়ে নিজেই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। 

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের কথা স্বীকার করেছেন। দ্রুত বড়লোক হওয়ার জন্য তিনি ডাক্তারি পেশার পাশাপাশি সহযোগীদের নিয়ে ইয়াবা পাচার করে আসছিলেন বলেও স্বীকার করেন। 

প্রথম দিকে তিনি চট্টগ্রামের খুচরা মাদক ব্যবসায়ীদের ইয়াবা সরবরাহ করতেন। পরে প্রতি মাসে ৫/৬ বার চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি শুরু করেন।

আরও পড়ুন

×