মহেশখালীতে মাদকে বাধা দেওয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত ছোটভাই

মহেশখালীতে মাদকে বাধা দেওয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত ছোটভাই

কক্সবাজার মহেশখালীতে  মাদকে বাধা দেওয়ায় বড় ভাইয়ের ছুরির আঘাতে আহত ছোট ভাই। 

৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় সময়  ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়া ৮ নাম্বার ওয়ার্ড এ মাদকের বিরুদ্ধে প্রচারনা করতে গিয়ে। তেলিপাড়ার চিহ্নিত ইয়াবা ও অস্ত্র কারবারি জাফর গংয়ের স্বসস্ত্র সন্ত্রাসী বাহিনীরা হামলা চালায় নাছির উদ্দীনের বসত বাড়িতে। 

উক্ত ঘটনায় রাজু টাইগার বাবুলের ছুরি আঘাতে গুরতর আহত হন  নাছির উদ্দীন।  বাবুলের সহযোগী,এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী ও মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্যাং, আহসান উল্লার,, সলিমুল্লাহ,,জাফর আলম,,ফারুক,এর নেতৃত্বে , এদের এলোপাতাড়ি পরিকল্পিত হামলার শিকার  বন্দুকের হুইসার,,আঘাতে আহত শ্রমিক নেতা নাছির উদ্দিন বাচ্চু।

সন্ত্রাসী বাহিনী ত্রাসের অবস্থা বেগতিক দেখে নাছির  উদ্দীনের পিতা,মুহাম্মাদ ইসলাম , মহেশখালী থানায় খবর দেয়। পরবর্তীতে মহেশখালী থানা পুলিশ প্রশাসনের সহায়তা  

ঘটনাস্থল থেকে রাজু টাইগার বাবুলকে গ্রেফতার করছে পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে আহাসান উল্লাহ,,সলিমুল্লাহ,, জাফর,, ফারুক পালিয়ে যায়। 

নাছির উদ্দিন বাচ্চুকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দীনের শরীরে ঢুকানো  ছুরি বের করতে অপারগতা প্রকাশ করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তাহাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

×