ডিবি পুলিশের অভিযানে ১শত ২ লিটার চোলাই মদ উদ্ধার আটক ১০

ডিবি পুলিশের অভিযানে ১শত ২ লিটার চোলাই মদ উদ্ধার আটক ১০

কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে  ১শত দুই লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ ১০ জন মাদক ব্যবসায়ী  আটক করেছেন।

বৃহস্পতিবার ১০ জুন রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকার সময় কক্সবাজার জেলা গোয়েন্দা ডিবি পুলিশের  একটি চৌকষ টিম পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের পচ্চিম মাছ বাজার  মাদক বিরোধী অভিযান পরিচালনা করলে সুথেন রাখাইন এর ঘর থেকে ১শত  দুই লিটার উদ্ধার করা হয়।

কক্সবাজার পৌরসভাস্থ  ৪ নাম্বার ওয়ার্ডের পশ্চিম মাছ বাজার রাখাইনপাড়া এলাকার সুথেন রাখাইন এর বসত ঘড় হতে গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে সুথেন রাখাইনের ছেলে মীমাদু রাখাইন(৩৫) সাং- পশ্চিম মাছ বাজার রাখাইন পাড়া। প্রদীপ দাস রাখাইনের স্ত্রী উম্মে রাখাইন (৩২) সাং ৪ নাম্বার ওয়ার্ড পৌরসভা টেকপাড়া।

এরশাদের ছেলে মোহাম্মদ সেলিম(৩৬ সাং মধ্যম নুনিয়ার ছড়া। ৪। ইলিয়াছের ছেলে মোঃ শরীফ (২০), সাং- কুতুবদিয়া পাড়া। মোহাম্মদ  তারেক (২০) সাং- নতুন ব্রীজ পাড়া, আব্দুল খালেকের ছেলে শাহ আলম প্রকাশ কালু মাঝি (৩৭) সাং-মধ্যম নুনিয়ার ছড়া। নুরুল আলমের ছেলে খোরশেদ আলম (৩৯) সাং- উওর নুনিয়ার ছড়া। মোস্তাাক আহম্মদের ছেলে  নুরুল আলম (৫০), সাং-নতুন বাহার ছড়া সর্ব থানা ও জেলা- কক্সবাজার।

মৃত লোকনাথ ধর এর ছেলে বাসুদেব ধর (৫৫) সাং-গাছ বাড়িয়া ( বর্ণিক পাড়া), চন্দনাইশ চট্টগ্রাম। মোঃ আব্দুল্লাহ (২২), সাং- কাঞ্জর পাড়া (হোয়াইক্যং) টেকনাফ কক্সবাজার।

এসময় ১শত দুই লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে বলে জানাযায়।

কক্সবাজার ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলি জানান গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

আরও পড়ুন

×