প্রকাশিত: 09/04/2021
কক্সবাজারের চকরিয়ায় এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবককে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
ইয়াবা সহ আটক ব্যক্তির নাম নুর মোহাম্মদ (২৬)। তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, গত বুধবার বিকালে পৌর বাস টার্মিনালসংলগ্ন এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের অফিস কক্ষে অভিযান চালানো হয়। এ সময় বৈদ্যুতিক বাল্বের প্যাকেটে ইয়াবা পাচারকালে নুর মোহাম্মদকে আটক করা হয়।
এ সময় ওই প্যাকেট থেকে ৬ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।