যাত্রাবাড়ী এলাকা হতে র‌্যাবের অভিযানে বিদেশী সিগারেটসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: 01/07/2021

কে.এম. আহসান উল্ল্যা

যাত্রাবাড়ী এলাকা হতে র‌্যাবের অভিযানে  বিদেশী সিগারেটসহ ৩ জন গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ কালোবাজারী ও চোরাচালানকারীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩০ জুন আনুমানিক ২০.০৫ ঘটিকায় র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজাধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শহিদ ফারুক রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২,০৫৪ (দুই হাজার চুয়ান্ন) পিস বিদেশী সিগারেটসহ সিগারেট কালোবাজারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম- মো. সোহেল আকন (৩৩), মো. আব্দুল জব্বার (৫৫) ও মো. জুবায়ের আহমেদ (১৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট হতে ৩টি মোবাইল ফোন ও নগদ- ১৪,৭০০/- (চৌদ্দ হাজার সাতশত) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রয় করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

×