রামু জোয়ারিয়ানালা বাড়িতে ঢুকে ডাকাতি করে স্বর্ণ ও নগদ টাকা লুটপাট !

প্রকাশিত: 29/05/2021

রামু প্রতিনিধি

রামু জোয়ারিয়ানালা বাড়িতে ঢুকে ডাকাতি করে স্বর্ণ ও নগদ টাকা লুটপাট !

রামু জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ৫, নম্বর ওয়ার্ড পূর্ব মুরাপাড়ায় এই ঘটনাটি ঘটে, সরেজমিনে গিয়ে দেখা যায় ঘরের বিভিন্ন অংশ ভাঙচুর। মোঃ রবিউল(৩০) পিতাঃ জাগের হোসেন(৬৫)রবিউল জোয়ারিয়ানালা ইউনিয়নের যুবলীগ নেতা এবং তাহার বাড়িতে ঢুকে ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং মোটর সাইকেল ভাঙচুর করেন। অভিযুক্ত রবিউল বলেন আমি বাড়িতে না থাকা অবস্থায় সুযোগ বুঝে ডাকাতি এবং ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। এই ব্যাপারে ৪ জনকে অভিযুক্ত করা হয়,আরো ৪/৫ জনকে চেনা যায়নি। রবিউলের স্ত্রী রুমি আক্তার(২০) জানিয়েছেন ২৭শে মে রাত আনুমানিক ১২,৩০,মিনিটের সময় আমার বাড়ির দরজা টুকা দেন এই সময়ে আমি দরজা খুলে দিলে কয়েকজন লোক বাড়ির ভিতরে ঢুকে পড়েন এবং বিভিন্ন দেশীয়ও অস্ত্র দিয়ে ভাঙচুর করে এবং স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। মোঃ রবিউল বলেন আমার কাছ থেকে বশির আহমদ ৩০,০০০ হাজার টাকা দার নেন এবং সেই টাকা চাইতে গেলে, আমাকে বশির আহমদ এবং একই পরিবারের কয়েকজন মিলে গালাগালি এবং মারধর করেন। রবিউলের স্ত্রী রুমি আক্তার জানান জোয়ারিয়া নালা একই ওয়ার্ডের ইয়াবার গডফাদার(বশির আহাম্মদ) পিতাঃ মনছুর আলী,ছেলে বশিরের ছোট ভাই সাইফুল ইসলাম প্রকাশ কালু (৩১)বশিরের এর ছেলে মোঃ শাহেদ( ২২)এবং সাজ্জাদ হোসেন (২৭)একই পরিবারের কয়েকজন মিলে ডাকাতি করেন এই সময় আরো কয়েকজন উপস্থিত ছিলেন। রবিউল এর পিতাঃ জাগির হোসেন জানিয়েছেন আমার বাড়িতে ঢুকে মহিলাদের কে মারধর করে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে গেছেন বশির আহাম্মেদ ছেলে ও তার ভাই। প্রভাবশালী ইয়াবার সিন্ডিকেট বশির আহমেদ,এবং এলাকার মধ্যে বড় ডাকাত বাহিনী গড়ে তুলেছে। এই অসহায় পরিবার ডাকাতি এবং লুটপাটের যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন জাকির হোসেনের এই অসহায় পরিবার।

আরও পড়ুন

×