প্রকাশিত: 21/10/2019
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ থেকে ২০২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের শুরু হয়েছে ভর্তি পরীক্ষা । সোমবার সকাল ৯ টায় ‘এ’ ইউনিট গ্রুপ - ১ এর পরীক্ষা দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা । ৪ হাজার ৭১৩ টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০ জন ভর্তির জন্য আবেদন করেছেন ।
প্রথম দিনে তিন গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে । এর মধ্যে সকাল ৯ টায় ‘এ’ ইউনিটের গ্রুপ-১, বেলা পৌনে ১২টায় ‘এ’ ইউনিটের গ্রুপ-২ এবং বিকেল ৩ টায় ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ৯ টায় ‘সি’ ইউনিট-১ (বিজ্ঞান) এবং বেলা পৌনে ১২ টায় ‘সি’ ইউনিট-২ ও ৩ (বিজ্ঞান ও অবিজ্ঞান) এর পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, চলতি শিক্ষাবর্ষে লিখিত ও বহু নির্বাচনী দু'টি পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছুরা বহুনির্বাচনী প্রশ্নের জন্য ৫০ মিনিট ও লিখিত প্রশ্নের জন্য ৪০ মিনিট সময় পাবেন।