যে ফল খেলে অচল হতে পারে আপনার কিডনি 

প্রকাশিত: 21/10/2019

নিজস্ব প্রতিবেদন

যে ফল খেলে অচল হতে পারে আপনার কিডনি 

যে ফল খেলে অচল হতে পারে আপনার কিডনি 

কিডনি বিশেষজ্ঞদের কাছ থেকে জানা , কামরাঙায় থাকা প্রচুর পরিমাণে অক্সালেট ও নিউরো টক্সিন থাকে  যেটা কিডনির জন্য ডেকে আনতে পারে বিপদ । এমনকি মৃত্যুও ঘটতে পারে । 
তারা আরও জানান , বিশেষ করে যাদের পরিবারে কিডনি রোগের ইতিহাস, তাদের জন্য এই ফল খেলে বিপদ হতে পারে। এ ছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপেও কামরাঙা বিপজ্জনক। গ্রামবাংলায় এই ফলটির জনপ্রিয়তা বেশ তুঙ্গে। এই ফল হালকা নুন দিয়ে মেখে খাওয়া হয়। কিডনির সমস্যা না থাকলে একটু-আধটু খাওয়া যেতেই পারে এ ফল।
তিনি আরও বলেন, তবে যাদের সমস্যা আছে, তারা এই ফল না খেলেই ভালো। কাঁচা বা টক কামরাঙার রস বেশি ক্ষতিকর। মিষ্টি কামরাঙা তেমন ক্ষতিকর নয়। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অতিরিক্ত স্থূলকায় ভুগছেন এবং কিডনির রোগের ঝুঁকিতে আছেন অথবা যাদের কিডনিজনিত রোগের পারিবারিক ইতিহাস রয়েছে, তাদের কামরাঙা না খাওয়াই ভালো।

আরও পড়ুন

×