কক্সবাজারে ৮ লাখ ইয়াবাসহ ১জন আটক

কক্সবাজারে ৮ লাখ ইয়াবাসহ ১জন আটক

কক্সবাজারের উখিয়ার ইনানী থেকে ৪০ কোটি টাকা মূল্যের ৮ লাখ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। রোববার  রাত সাড়ে ১১ টার দিকে ইনানী পয়েন্টের সাগর থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক জামাল টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র। র‌্যাব ১৫ এর উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম আজ দুপুরে সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান,

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগর পথে আনা হচ্ছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব।  র‌্যাব’র উপস্থিতি টের পেয়ে ট্রলারযোগে কিছু রোহিঙ্গা পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়।

পরে তার দেয়া তথ্যমতে তল্লাশি করে ৮ লাখ টিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তানন্তর করা হবে। এসময় র‌্যাব’র বিভিন্ন কোম্পনী কমান্ডারগণ উপস্থিত ছিলেন।


সিংকঃ- মেজর রবিউল ইসলাম, উপ-অধিনায়ক, র‌্যাব-১৫।

আরও পড়ুন

×