স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা

প্রকাশিত: 29/10/2019

নিজস্ব প্রতিবেদন

স্ত্রীকে খুন করে  নিজে আত্মহত্যা

স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলায় উড়না পেঁচিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করছেন বলে জানা গেছে । সোমবার রাতে এ ঘটনাটি ঘটে। নিহত ফারুক (৪০) বি-চাপিতলা গ্রামের নজরুল মোল্লার ছেলে এবং ফারুকের স্ত্রী রুজিনা বেগম (৩০) ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা থানার পরিদর্শক তদন্ত আবদুল্লাহ আল মামুন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এরই জের ধরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করে। পারিবারিক জীবনে তাদের তিন কন্যা সন্তান রয়েছে।মুরাদনগর সার্কেল এসপি জাহাঙ্গীর আলম, পারিবারিক কলহের কারণে সন্তানদেরকে ঘুমে রেখে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার বিষয়টি ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ দুইটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

আরও পড়ুন

×