প্রকাশিত: 10/11/2019
৯টি অস্ত্র ও গুলিসহ এক তরুণ গ্রেপ্তার
নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা গতকাল শনিবার রাতে ৯টি অস্ত্র ও গুলিসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল রাত ১০টার দিকে নাটোর র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের দাবি, র্যাব সদর দপ্তরের নির্দেশে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকা থেকে অস্ত্রসহ ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তরুণ একজন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী।
র্যাব সদস্যরা গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে ব্যাগ হাতে দুই তরুণকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন। একজন পালিয়ে গেলেও অন্যজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. কাফিরুল। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের আবদুল শুকুরের ছেলে। পরে ব্যাগ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ছয়টি ওয়ান শুটার গান, একটি কাটা রাইফেল, চারটি ম্যাগাজিন ও ১৪টি গুলি উদ্ধার করে র্যাব। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে তারাগুনিয়া থানায় সোপর্দ করা হয়।