রাজধানীর গাবতলী থেকে ফেনসিডিলসহ অস্ত্রধারী ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার , 

প্রকাশিত: 11/11/2019

নিজস্ব প্রতিবেদন

রাজধানীর গাবতলী থেকে ফেনসিডিলসহ অস্ত্রধারী ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার , 

রাজধানীর গাবতলী থেকে ফেনসিডিলসহ অস্ত্রধারী ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার , 

 

গাবতলী থেকে এক হাজার ৭১ টি বোতল ফেনসিডিলসহ তিন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ সময় মাদক বহনকারী ট্রাক জব্দ করা হয়েছে।

গতকাল রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৪-এর একটি বিশেষ দল অতিরিক্তি ডিআইজি মো. মোজাম্মেল হকের নেতৃত্বে এবং মেজর কাজী সাইফুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে গাবতলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা আসামীদের নাম , শাহজালাল বুলেট বয়স ৩২ , মো. নাসির বয়স ৩৫ ও মো. ফারুক হোসেন বয়স ২৮ । 

র‌্যাব সূত্রে জানা যায় , ফেনসিডিল ও ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাকসহ গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ১৩ হাজার টাকা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মাদক বিক্রির সময় আসামিরা অস্ত্র সঙ্গে রাখত এবং অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো। পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ডেমরা, সাইনবোর্ডসহ বিভিন্ন জায়গায় বিক্রি করত।
 

আরও পড়ুন

×