প্রকাশিত: 11/11/2019
না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযুদ্ধা মসি হাজী
বেনাপোলের দানবীর হিসাবে পরিচিত হাজী মসিয়ুর রহমান। আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। দীর্ঘদিন মরনব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে বীর মুক্তিযোদ্ধা বেনাপোলের পরিচিত মুখ (মসি হাজি) সৌখিন এই মানুষটি আমাদের ছেড়ে চলে গেলেন। অনেক স্মৃতিজড়ানো মানুষটি তাঁর কর্মজীবন শুরু করেন সিএন্ডএফ এজেন্ট ব্যবসা দিয়ে। স্বল্প সময়ে নিজেকে প্রতিষ্টিত করেন একজন সফল ব্যবসায়ী হিসাবে।
সৃষ্টিশীল শিক্ষানুরাগী এই মানুষটিবেনাপোলে গড়েছেন অনেক কিছু। তাঁর মায়ের নামে গড়া বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় তাঁকে অমরত্ম দেবে। ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল জানান,মরাদেহ বেনাপোলে আসার পর তাকে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার দেওয়া হবে।
এশার নামাজের পর বেনাপোল গাজীপুরে তাঁর হাতে গড়া পারিবারিক কবরে স্ত্রী ও বাবা ,মায়ের পাশে চির নিদ্রায় শায়িত হবেন কর্মবীর এই মানুষটি। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বেনাপোলের বিভিন্ন সংগঠন।