চিকিৎসার নাম করে হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

প্রকাশিত: 14/11/2019

নিজস্ব প্রতিবেদন

চিকিৎসার নাম করে হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

চিকিৎসার নাম করে হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে এক নবজাতক শিশুকে চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিকেলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে শিশুটি চুরির ঘটনাটি ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন।

বগুড়ার কাহালু উপজেলার নলখড়িয়া গ্রামের মোহাম্মদ সৌরভ হোসেনের স্ত্রী নাহিদা আকতারের (২৮) প্রসব বেদনা উঠলে বুধবার দুপুর আড়াইটায় এই হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হন। পরে স্বাভাবিকভাবে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন । জন্ম হবার পরপরই এক অপরিচিতি নারী এসে শিশু ওয়ার্ড থেকে ওই নবজাতককে চিকিৎসা করাতে হবে বলে নিয়ে যান। এরপর থেকে আর শিশুটিকে পাওয়া যায়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আজিজ মণ্ডল বলেন, ‘এক নারী এসে বাচ্চাটিকে চিকিৎসা দেওয়ার নাম করে নিয়ে যায়। শিশুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।’
 

আরও পড়ুন

×