রাজধানী খিলগাঁওয়ে মাছের খামার থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: 17/11/2019

নিজস্ব প্রতিবেদক

রাজধানী খিলগাঁওয়ে মাছের খামার থেকে নবজাতকের লাশ উদ্ধার

রাজধানী খিলগাঁওয়ে মাছের খামার থেকে নবজাতকের লাশ উদ্ধার

খিলগাঁওয়ে মাছের খামার থেকে নবজাতকের লাশ উদ্ধার রাজধানীর খিলগাঁওয়ে একটি মাছের খামার থেকে এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নবজাতক শিশুটির নাম-পরিচয় এখনো জানা যায়নি। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম জানান, সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া মাতবরের গলির কাছে একটি মাছের খামারে ওই নবজাতকের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেন তাঁরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। নবজাতকটি ছেলেশিশু। তার লাশের ময়নাতদন্ত হবে ।

আরও পড়ুন

×