সড়কের পাশে মিলল বৃদ্ধের লাশ

প্রকাশিত: 17/11/2019

নিজস্ব প্রতিবেদক

সড়কের পাশে মিলল বৃদ্ধের লাশ

সড়কের পাশে মিলল বৃদ্ধের লাশ

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন থানা-পুলিশ। আজ রোববার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা-পুলিশে খবর দেন তারা ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম ইয়াছিন আলী (৭০)। তিনি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের আলিয়ারপুর এলাকার বাসিন্দা ছিলেন।

নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে গ্রামের লোকজন লাশ দেখে খবর দেয়। পরে থানায় বিষয়টি জানিয়েছি। দুই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন

×