কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে হত্যা

প্রকাশিত: 18/11/2019

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)। ছানোয়ারা খাতুন পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।  

স্থানীয়দের সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজকে রোববার রাতে কে বা কারা হত্যা করে আলাদা দু’টি কক্ষে তাদের লাশ ফেলে রেখে যায়। পরে সোমবার সকালে তাদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু বলেন, সকালে খবর পেয়ে পুলিশের ভেড়ামারা সার্কেলের এডিশনাল পুলিশ সুপার এসএম আল বেরুনী ও দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়েছেন।

দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। আলাদা কক্ষে মা ও ছেলের লাশ পড়ে আছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×