মিরপুরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

প্রকাশিত: 19/11/2019

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

মিরপুরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত


রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের নাম আরাফাত হোসেন রিফাত (১৫) ও মোহাম্মদ শাহেদ (১৮)। গতকাল সোমবার রাত ৮টার দিকে শাহ আলী স্কুলের পেছনে এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিফাত আমিনবাজার আইডিয়াল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শাহেদ তেজগাঁও কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

শাহেদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁরা গল্প করছিলেন। তখন এলাকার সাকিব, রায়হান, হাসানসহ ১০-১২ জন এসে তাঁদের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়। এরই একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের দুজনকে আঘাত করে তারা স্থান থেকে পালিয়ে যায়

আরও পড়ুন

×