প্রকাশিত: 23/11/2019
বিশ্বনাথে বি এন পি নেতা আব্দুন নুরের ইন্তেকাল: দাফন সম্পন্ন
বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রবীণ নেতা, বিশিষ্ঠ সালীশ ব্যক্তিত্ব আব্দুন নুর ইন্তেকাল করেছেন। তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৬ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম আব্দুন নুরের জানাযার নামাজ আজ শুক্রবার বেলা আড়াইটায় দক্ষিণ মিরেরচর (শরিষপুর) জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা ফখরুল ইসলাম। জানাযা পূর্ব আলোচনা সভায় বক্তবব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান,
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা বিএনপির আহবায়ক গৌছ খান, মিরেরচর মাদ্রাসার মুহতামিম মাওলানা শামছুল ইসলাম চেরাগ আলী, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, ইউ/পি সদস্য রফিক হাসান, কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ছাতির আলী, মরহুমের বড় ছেলে হাফিজুর রহমান লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হাজি আব্দুল মতিন,
সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, বদরুল ইসলাম মহসিন, চেম্বার অব- কমার্স এর সদস্য আবু সালেহ এহিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, বিএনপি নেতা আব্দুল জলিল, ব্যবসায়ী ফারুক মিয়া, মিজানুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সাবেক সাধারণ সম্পাদক সায়েক আহমদ সায়েক, যুবলীগ নেতা ফজলু মিয়া, লিটন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী হাজি ছাদির মিয়া, কামাল আহমদ, শানুর মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।