প্রকাশিত: 23/11/2019
৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক
দিনাজপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার রাতে গণপিটুনির শিকার ওই যুবককে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
অন্যদিকে ঘটনার শিকার শিশুকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির নাম সোনা মিয়া। তিনি সদর উপজেলার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার নূর ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ওই শিশুকন্যাকে ফুসলিয়ে একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সোনা মিয়া। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনাটি বললে দ্রুত ওই শিশুকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যায় ।
এলাকাবাসী অভিযুক্ত সোনা মিয়াকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। রাতে পুলিশ অভিযুক্ত ধর্ষককে আটক করে নিয়ে আসে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।