প্রকাশিত: 23/11/2019
মাগুরায় প্রতিপক্ষের হামলায় ইটভাটার শ্রমিক মুক্তার মোল্লা নামের এক জন নিহত হয়েছেন । জানা গেছে নিহত শ্রমিক মুক্তার মোল্লার বয়স (৬৫) বছর । আজ সকালে মাগুরার শিবারামপুর গ্রামে এ ঘটনা ঘটে ।
পুলিশ সূত্রে জানা যায় , মুক্তার মোল্লা সকালে ইটভাটার কাজে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে হাসপতালে ভর্তি হয় পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ।
এলাকাবাসি জানায় , শিবারামপুর গ্রামের বাসিন্দা আখতার বিশ্বাস ও জাফর বিশ্বাস মধ্য জমিজমা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল । তারই জেরে এই ঘটনা ঘটে ।