প্রকাশিত: 25/11/2019
আজ ২৫ নভেম্বর সমবার সকালে জয়পুরহাট উপজেলার শ্রীকৃষ্টপুর ঘোনাপাড়া এলাকা থেকে আক্কেলপুর উপজেলার পৌর ছাত্রলীগ ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মোমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত মোমিনুল পৌর এলাকার বাসিন্দা । পরিবারের কাছ থেকে জানা গেছে নিহত মোমিনুল ইসলামের শ্রীকৃষ্টপুর ঘোনাপাড়া গ্রামে তাদের মুদি দোকান আছেন ।
মোমিনুল ইসলাম রাতে কাজ শেষ করে তার দোকানের ওপরতলায় থাকতেন । প্রতিদিনের ন্যায় সোমবার সকালে তার পরিবারের লোকজন তাকে ঘুম থেকে তুলতে দোকানে গেলে ।
তার কোন আওয়াজ শুনতে না পারায় তারা দোকানের তালা ভেঙে ভিতরে ডুকলে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেলে পরিবারের লোকজন তাকে ডাক্তার
এর কাছে নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । ডাক্তার আরো জানায় নিহত মোমিনুলের গায়ে কোন ধরনের আঘাতের চিন্হ পাওয়া যায়নি ।
তাই তার মৃত্যুর সঠিক কারন যানা সম্ভব হয়নি । ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে ।