সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা হাত বাড়ালে মাদকের হাতছানি, কর্তৃপক্ষ নিরব

সাতক্ষীরা জেলা, শ্যামনগর থানা হাত বাড়ালে মাদকের হাতছানি, কর্তৃপক্ষ নিরব

শ্যামনগর থেকে শ্যামনগর সদরের বিভিন্ন স্থানে ফেন্সিডিল সহ বিভিন্ন মদের বোতলের স্তুপ তৈরি হচ্ছে। অবাধে চলছে মাদক কেনা বেচা। বর্তমান সময়ে মাদক বিক্রয় এবং

সেবন অবাধহারে বেড়েছে বলে জানান স্থানীয় সুশীল সমাজের মানুষেরা। শ্যামনগর সদরের সাবেক ব্যাংকার আবিয়ার রহমান বলেন মাদক আর বাল্য বিবাহ বন্ধ নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা,

ক্যাম্পেইন চললেও মাদক ব্যবসা আরো বেড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। উঠতি বয়সের যুবকেরা ব্যাপকহারে মাদকের সাথে জড়িয়ে গেলেও এ নিয়ে যেন কারো কোন মাথা ব্যাথা নেই।

সদরের বঙ্গবন্ধু মার্কেট সংলগ্ন খাল পাড়, গরু হাট, শ্যামনগর হাসপাতালের পিছনে, শ্যামনগর মাইক্রো বাসস্ট্যান্ডের আপ্যায়ন টি স্টোর অর্থাৎ ভূলোর চায়ের দোকানের পিছনে

সহ শ্যামনগর সদরের গুরুত্বপূর্ণ স্থানে ফেন্সিডিলের বোতলের স্তুপ দেখা যায়।  সদরে এভাবে মাদরে স্তুপ তৈরি হওয়া যুবসমাজের জন্য অশুভ সংকেত বলেই দেখছেন অনেকেই।

শ্যামনগর সদরের বাদঘাটা গ্রামের মৃত জাহেরের পরিবার বর্গ সকলেই মিলে তাদের বাড়ি সহ হোমডেলিভারী মাদক ব্যবসা চালিয়ে গেলেও কোন অভিযান চোখে পড়েনি এলাকার মানুষের।

এই এলাকার অবিভাবকদের তাদের সন্তানদের নিয়ে ভাবনার শেষ নেই। দিনের বেলার পাশাপাশি বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই তাদের বাড়ির সামনের রাস্তায় ব্যাপক হারে সিরিয়াল পড়ে যায়।

অনেক সময় শ্যামনগর পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তাদের জন্য সংবাদটি আশির্বাদ হয়েছে বলেও মন্তব্য করেছেন অনেকেই। বাদঘাটা গ্রামের অনেকেই জানান,

যুগ যুগ ধরে মাদক ব্যবসা করে যাচ্ছে আইলু সাইলু কিসলু ,তার মা এবং পরিবারের সকল সদস্যরা অথচ প্রশাসন সাময়িক সময়ের জন্য ব্যবস্থা নিলেও নিমূল করতে পারেনি এই পরিবারকে।

এমতাবস্থায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সুশীল সমাজ। এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন বলেন ,

বিষয়টি আমার জানা ছিলোনা।  আমি স্থান গুলিতে যাবো এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×