বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক-২

বেনাপোলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক-২

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামে মঙ্গলবার (২৬ই নভেম্বর) সকালে অভিযান চালিয়ে  ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃতরা হলো,

বেনাপোল পোর্ট থানার কাগমারী (আমড়াখালী) গ্রামের হোসেন আলীর ছেলে শাহজালাল (২৩) ও একই গ্রামের সাজু হোসেনের ছেলে রাকিব হোসেন (২২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,

এএসআই রবিউল ইসলাম ইসলাম সংগীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বেনাপোল কাগমারী গ্রামস্থ মসজিদের মোড় পাকা রাস্তার উপর হতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে। বেনাপোল পোর্ট থানার এএসআই শাহীন ফরহাদ জানান,

আটককৃতদের নামে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ৫৯ এবং দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

×