বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আরা চার জন আটক

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আরা চার জন আটক

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আরা চার জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রেবশেকারী আসা অব্যাহত রয়েছে। প্রতিদিন চোরাপথে ভারত থেকে মুসলমান বাঙ্গালীরা বাংলাদেশে প্রবেশ করছে। বুধবার ভোরে মহেশপুরের মগদাশপুর গ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় চার জনকে আটক করে ৫৮ বিজিবির জুলুলী বিওপির জোয়ানরা।

এই নিয়ে গত এক সপ্তায় প্রায় তিন’শ জনকে আটক করলো বিজিবি। খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান এক ই-মেইল বার্তায় জানান, বুধবার ভোরের দিকে সীমান্ত পিলার ৫৩/১-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মগদাসপুর মাঠ দিয়ে ৪ বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানান, সন্ধানে দুই বছর আগে তারা ভঅরতে গিয়েছিলো। তারে বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন

×