প্রকাশিত: 27/11/2019
মহেশপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। নিজস্ব গোয়েন্দা তথ্যের খোসালপুর বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার নেপার মোড় থেকে মালিকবিহীন অবস্থায় ৫০০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক করে।
এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ জীবননগর বিওপির টহলদল জীবননগরের মোকছেদ মার্কেটের সামনে থেকে ৯২ পিস ইয়াবাসহ সোহাগ নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে। সোহাগ মহশেপুরের দত্তনগর এলাকার কেশবপুর গ্রামের টিকার উদ্দীনের ছেলে।
তার কাছ থেকে ০১টি ডিসকভার মোটরসাইকেল এবং বাংলাদেশী নগদ ২,৫১৭/- টাকা উদ্ধার করা হয়। এদিকে মেদিনীপুর বিওপি স্থানীয় একটি আম বাগান থেকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।