গোপালগঞ্জের বশেমুরবিপ্রবির শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত: 28/11/2019

নিজস্ব প্রতিবেদন

গোপালগঞ্জের বশেমুরবিপ্রবির শিক্ষার্থীর লাশ উদ্ধার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান তার লাশ ঝুলান্ত অবস্থায় পাওয়া গেছে । গতকাল বুধবার রাত ১১টায় সোনাকুড়ের মেস থেকে নোমানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ  এখনো জানা যায়নি। নোমানের কক্ষ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নোমান বায়োটেকনোলজি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। 


ওই মেসে থাকা অন্য শিক্ষার্থীদের কথা অনুযায়ী , রাত সাড়ে ১০টার দিকে তাঁরা নোমানের কক্ষ থেকে পানি বের হতে দেখেন। দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে নোমানকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্য শিক্ষকেরা পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে নোমানের মৃতদেহ উদ্ধার করেন।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, নোমানের মায়ের সঙ্গে তিনি কথা বলেছেন। তাঁর মা ছেলের মোবাইলে কল করেছিলেন। মা জানিয়েছেন, রাত ৯টার দিকে ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় মলিকুলার বায়োলজি পরীক্ষার বিষয়ে ছেলে তাঁর সঙ্গে কথা বলেছেন। পরীক্ষার পর বাড়িতে যাবেন বলেও মাকে জানিয়েছিলেন নোমান।

আরও পড়ুন

×