মিথ্যা মামলার দেওয়ার কারনে ১ নারীর ৫ বছরের কারাদন্ড

প্রকাশিত: 28/11/2019

নিজস্ব প্রতিবেদন

মিথ্যা মামলার দেওয়ার কারনে ১ নারীর ৫ বছরের কারাদন্ড

মিথ্যা মামলা দেওয়ার কারনে ১ নারীর ৫ বছরের কারাদন্ড

 

সিরাজগঞ্জে মিথ্যা ধষর্ণের মামলা করার জন্য এক নারীর ৫ বছরের কারাদন্ড হয়েছে । আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারো টায় সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১- এর বিচারক ফজল খোদা মো. নাজির এ রায় ঘোষনা করেন । 
 

সরকার পক্ষের কৌঁসুলি আবদুল হামিদ বিষয়টি নিয়ে বলেন , ২০১৬ সালের ২৪ অক্টোবর কামারখন্দ উপজেলার এক নারী তার নিজের গ্রামের পাচঁজনের বিরুদ্ধে গণধষর্ণের অভিযোগের মামলা করেন । আদালত গণধষর্নের অভিযোগ মিথ্যা বলে প্রমানিত করেন । 
 

পরে তাদের মধ্যে একজন বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন ।দীর্ঘ শুনানি শেষে আজ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নারীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত তার কারাদন্ড দেয় । রায় ঘোষনার সময় ওই নারী আদালতে উপস্থিত ছিলেন । 

আরও পড়ুন

×