প্রকাশিত: 29/11/2019
নরসিংদীর শিবপুরের মজলিশপুর গ্রামে ১ মাস বয়সী ছোট শিশু জারিফ এর রহস্যজনক মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটের সময় বালতির পানিতে ডুবন্ত অবস্থায় শিশুর লাশ উদ্ধার করেন পুলিশ ।
এই ঘটনায় পরিবার ও এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । নিহত শিশু জারিফ এর মা বেবী ইয়াসমিন জানায় , তার দুই সন্তান নিয়ে তিনি রাতে ঘুমিয়ে ছিলেন ।
রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখেন তার ছোট শিশু জারিফ তার পাশে নেই । পরে আশে পাশে সব যায়গায় খুঁজতে শুরু করেন ।একপর্যায়ে তাকে ঘরের পাশে পানিভরা একটি বালতিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায় ।
জারিফ এর মায়ের দাবি তার ছেলে জারিফকে হত্যা করা হয়েছে । তিনি হত্যা কারীর বিচার দাবি করেছেন । এই ব্যাপারে শিবপুর থানার ওসি আজিজুর রহমান জানান,
কারা এমন হত্যাকান্ড ঘটাল তা এখন ও জানা যায়নি ।তবে ঘটনার সঠিক তদন্ত করে আসামিদের শাস্তি দেওয়া হবে বলে জানান ।