প্রকাশিত: 08/12/2019
ফেনসিডিলসহ আটক যুবলীগ কর্মী হাসান কবির।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে ঢোকার সময় এক বোতল ফেনসিডিলসহ হাসান কবির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় সম্মেলন উদ্বোধনের একটু আগে পুলিশের তল্লাশির সময় তিনি আটক হন।
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত এই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।
হাসানের বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামে। তাঁর বাবা আবদুল আজিজ গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। দলীয় সূত্রে জানা গেছে, হাসান কবির স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে কোনো পদে নেই বলে জানা গেছে ।
সম্মেলন উদ্বোধনের একটু আগে তল্লাশিকালে রাজশাহী নগরের রাজপাড়া থানার সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম একজনকে আটক করেন। আটক হাসান কবিরের কোমরে এক বোতল ফেনসিডিল গোঁজা ছিল। রাজপাড়া থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদও ঘটনাস্থলে ছিলেন। তিনি জানান, সম্মেলন উদ্বোধনের একটু আগে তল্লাশিকালে হাসান কবির আটক হন। রাজপাড়া থানায় পাঠিয়ে তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।