প্রকাশিত: 10/12/2019
যশোরের বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকালে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বার হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে আকাশ খান (২০) নামের ফটো সাংবাদিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক আকাশ বেনাপোল পোর্ট থানার তালসারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পাসপোর্ট যাত্রী দেবদূত দেবনাথ সাতক্ষীরা জেলার আশাশনি উপজেলার বুধহাটা গ্রামের বাসিন্দা।
পাসপোর্ট যাত্রী দেবদূত দেবনাথ জানান, তিনি পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্ট এলাকায় আসলে আকাশসহ তিন-চারজন যুবক তার পাসপোর্টের কাজ করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে জোর করে
তার পাসপোর্ট ও পঁয়ত্রিশ হাজার বাংলাদেশি টাকা নিয়ে নেয়। টাকা নিয়ে সেখান থেকে কৌশলে বার হাজার টাকা লুকিয়ে রেখে, আবার তাকে টাকাগুলো ফিরিয়ে দেন। টাকা ফিরিয়ে দিয়ে তারা বলে ভারতে গিয়ে টাকা ভাঙ্গিয়ে নিবেন।
এসময় তিনি ভারতে গিয়ে টাকা ভাঙ্গাতে গেলে দেখেন সেখান থেকে বার হাজার টাকা নিয়ে নিয়েছে। পরে তিনি বিএসএফ এর সহায়তায় দেশে এসে বিজিবিকে জানালে বিজিবি আকাশকে আটক করে।
আটক আকাশ জানায়, বড় আঁচড়া গ্রামের রাজু হোসেন, আলপিন ও মাসুম তাকে ওই যাত্রীকে ভারতে দিয়ে আসতে বলে। তাদের কথামত সে ওই যাত্রীকে ভারতে দিয়ে আসে।
আটকের পর আকাশ নিজেকে দৈনিক নওয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টারের (বেনাপোল) হকার বলে দাবি করে। এ সময় তার কাছ থেকে দৈনিক নওয়াপাড়া পত্রিকার দুইটি আইডি কার্ড ও পত্রিকা পাওয়া যায়।
হকারের কাছে ফটো সাংবাদিকের আইডি কার্ড কেন, এমন প্রশ্নের জবাবে সে বলে আমার মামা আমাকে কার্ড দুইটি দিয়েছে।বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার খোরশেদ আলম জানান,
পাসপোর্ট যাত্রীর অভিযোগ পেয়ে আমরা তখনই অভিযান চালিয়ে আকাশ নামে এক ছিনতাইকারীকে আটক করি। এসময় তার সাথে থাকা তিনজন কৌশলে পালিয়ে যায়।
তিনি আরো জানান,আটক আসমীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।