অবস্থান যুক্তরাজ্য অথচ পুলিশের মামলার আসামি 

প্রকাশিত: 15/12/2019

নিজস্ব প্রতিবেদন

অবস্থান যুক্তরাজ্য অথচ পুলিশের মামলার আসামি 

গত ( ১২ ডিসেম্বর ) বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের কোর্ট পয়েন্ট বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ অনুষ্ঠিত হয় । এই বিক্ষোভে ককটেল বিস্ফোরণের ঘটনায় ঘটে পরে পুলিশ বাদী হয়ে জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর’ অভিযোগ এনে কোতোয়ালি থানায় মামলা করেন।

সেই মামলায় আসামি করা হয়েছে সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমানকে । অথচ এই ঘটনার এক সপ্তাহ আগেই যুক্তরাজ্যে চলে গেছেন বিএনপির এই নেতা !

সিলেট জেলা বিএনপির নেতাকর্মীরা জানায় , তাৎক্ষণিকভাবে ওই কর্মসূচি পালিত হওয়ায় অনেকেই যোগ দিতে পারেননি। শুধু আহ্বায়ক সিদ্দিকুর রহমানকে নয় ওই দিন ঘটনাস্থলে ছিলেন না এমন অনেক নেতাকর্মীকে এই মামলায় আসামিদের তালিকায় রাখা হয়েছে । 

এই ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা জানান , এই নামটি আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়েছি, তাই আসামির তালিকায় রাখা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে নাম বাদ দেওয়া হবে।

আরও পড়ুন

×