'আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না' গানের পরিচালক পৃথ্বী রাজ আর নেই 

প্রকাশিত: 15/12/2019

নিজস্ব প্রতিবেদন

'আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না' গানের পরিচালক পৃথ্বী রাজ আর নেই 

বর্তমান সময়ের আলোচিত গান 'আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না' এই গানের সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বী রাজ আর নেই । 

আজ সকালে পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোষ্টে জানায় , পৃথ্বী রাজ নিজের স্টুডিওতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা । পরে তাকে দ্রুত রাজধানীর সিটি হসপিটালে নিয়ে গেলে ভোর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন । 

নানা গুণে গুণান্বিত অল্প সময়ে ব্যাপক আলোচিত একজন তরুণ উদীয়মান শিল্পী ছিলেন পৃথ্বী রাজ। সংগীতের পাশাপাশি এবিসি রেডিওতেও কাজ করতেন পৃথ্বী রাজ।

আরও পড়ুন

×