প্রকাশিত: 15/12/2019
গতকাল ( ১৪ ডিসেম্বর ) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়িতে অস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব।
এই অভিযান পরিচালনা করেন চট্রগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক এএসপি কাজী মো তারেক আজিজ তিনি জানান , এই অভিযান পরিচালনা কালে ঘটানাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও ২টি বুলেট পাওয়া যায়।
এছাড়া পিস্তল ও ওয়ান শুটার গান তৈরির বেশকিছু সরঞ্জাম পেয়েছি । তিনি সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।তিনি আরো জানান এই অভিযানের সময় চেয়ারম্যান ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি ।
এই বিষয়ে র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, অস্ত্র তৈরীর কারখানা চেয়ারম্যানের বাড়িতে পাওয়া গেছে , তবে এই কারখানার সাথে চেয়ারম্যান জড়িত আছে কিনা সেটার সঠিক তথ্য আমাদের কাছে নেই ।
এখন আমরা অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা করছি। তদন্তে চেয়ারম্যানের জড়িত থাকার বিষয়ে প্রমান পাওয়া গেলে তিনিও আসামি হবেন বলে জানান এই কর্মকর্তা।