প্রকাশিত: 18/12/2019
বাংলাদেশের গুরুত্বপূর্ন তথ্য ভারতে পাচারের অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে যশোরের বেনাপোল বন্দর থানা পুলিশ অভিযুক্ত ঢাকার উত্তরা ১ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত কনস্টেবল পুলিশ সদস্যকে আটক করে ।
অভিযুক্ত পুলিশ সদস্যর নাম দেব প্রসাদ সাহা । তার বাসা খুলনার তেরখাদা উপজেলায় । গত রোববার বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানুন খান বাদী হয়ে দেব প্রসাদ সাহার বিরুদ্ধে বেনাপোল থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন ।
গ্রেপ্তারের পর দেব প্রসাদ সাহকে আদালতে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয় । আজ বৃহস্পতিবার রিমান্ডের দিন ধার্য করে তাঁকে জেলে পাঠানো হয়েছে।
জানা গেছে দেব প্রসাদ সাহা ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত বেনাপোল অভিবাসন বিভাগে কর্মরত ছিলেন । সেখানে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য পেনড্রাইভে করে শূন্যরেখা অতিক্রম করে ভারতে পাচার করেন ।
এবং ভারতের পুলিশ সুপার আবদুল্লাহ আরেফের সঙ্গে মোবাইল ফোনের কললিস্ট ও কথোপকথনের ভিডিও সিডির মাধ্যমে বাংলাদেশের তথ্য ভারতে পাচারের বিষয়টি উঠে আসে ।