ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তরিকুল ইসলাম (৩৫)। সকাল ৭টার দিকে বাংলাদেশ সীমান্তের ৫০০ গজ অভ্যন্তরে কানাইডাঙ্গার একটি ভুট্টাক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরিকুল উপজেলার পাঁচপোতা গ্রামের আইয়ুব আলীর ছেলে।সীমান্তসংলগ্ন মাটিলা গ্রামের ইউপি মেম্বার আবদুল মান্নান ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানান, গত রাতে তরিকুল দিনমজুর হিসেবে বেপারিদের সঙ্গে ভারতে গরু আনতে যান। সঙ্গীরা ফিরে এলেও তরিকুল ফিরে আসেননি।সকালে গ্রামের ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন গ্রামের মানুষ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।উদ্ধার করা মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি।ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান  জানান, সকাল ৭টার দিকে উপজেলার লেবুতলা মাঠে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের জন্য পুলিশে খবর দেয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনও জানা যায়নি।যেহেতু সীমান্ত এলাকায় মৃতদেহ পাওয়া গেছে, তাই এর পেছনে কোনো কারণ থাকতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা সম্ভব হবে।
 
 

আরও পড়ুন

×