প্রকাশিত: 22/12/2019
বিশ্বের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আজ রবিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে ।
শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে তার জানাজা সম্পন্ন হবে । এ তথ্য নিশ্চিত করেছেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মুহাম্মদ মুসা ।
স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন । এছাড়া তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তার শোকবার্তায় তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর সমবেদনা জানিয়েছেন ।