ঢাকা দক্ষিণ সিটির বিএনপির কাউন্সিলর প্রার্থী মুন্সিগঞ্জে থেকে উদ্ধার

প্রকাশিত: 07/01/2020

নিজস্ব প্রতিবেদন

ঢাকা দক্ষিণ সিটির বিএনপির কাউন্সিলর প্রার্থী মুন্সিগঞ্জে থেকে উদ্ধার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপির সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমানকে নিখোঁজের প্রায় ২২ ঘন্টা পর মুন্সিগুঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ১টি আলু খেত থেকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন ।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেন, তাঁদের দলের সমর্থিত কাউন্সিলর প্রার্থীকে অপহরণ করার উদ্দেশ্যে তুলে নেওয়া হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমানকে উদ্ধারের পর পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল হওয়ার কারণে গত রোববার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার উদ্দেশে রওনা হন তিনি ।  কমিশনারের কার্যালয়ে পৌঁছানোর আগেই মাইক্রোবাসে করে তাকে তুলে নেওয়া হয় । 

এসময় তিনি আরো জানান, মোস্তাফিজুর রহমানের কাছ থেকে, আপিলের সাড়ে ৪ লাখ টাকা ও আপিলের কাগজ পত্র ছিনিয়ে নেওয়া হয়েছে । 

আরও পড়ুন

×